শিক্ষার্থী ও তরুণদের মানসিকতাকে বিরূপ প্রভাব থেকে দূরে রাখতে নেপালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) নামে একটি অনলাইন গেম। গেমটি একাধিক ব্যক্তি মিলে খেলতে হয়। যেখানে নির্দিষ্ট দ্বীপ দখলে রাখতে উভয়পক্ষ সহিংস হয়ে উঠে।
কাঠমান্ডু জেলা আদালতের এক নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে পাবজি গেম ব্লক করে দিতে লিখিত নির্দেশ পাঠায়।
এর পর শুক্রবার (১২ এপ্রিল) থেকে গেমটি নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে নেপাল সরকার।
মূলত গেমটিতে নির্জন দ্বীপে প্রতিপক্ষকে হত্যার মধ্য দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হয়। শেষ পর্যন্ত যে বিজয়ী হয় তার দখলে আসে দ্বীপটি।
নেপালের শিক্ষক ও অভিভাবকেরা মনে করছেন, এই গেমটি তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হচ্ছে। তাতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়ছে ও তাদের মধ্যে সহিংস মানসিকতা তৈরি হতে পারে। যা সমাজে নৃশংসা ছড়াতে পারে।
উল্লেখ্য, এর আগে ভারতের গুজরাটে পাবজি গেম খেলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গেমটি খেলার জন্য অনেককে গ্রেফতারও করা হয়। ২০১৭ সালে গেমটি চালু হয়। বিশ্বে প্রতিদিন অন্তত ১০ কোটি বার গেমটি ডাউনলোড করা হয়।
COMMENTS